17 Jun, 2020 Notice!
নোটিশ!
প্রিয় শিক্ষার্থী,
আপনার বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এডুলিংক কর্তৃপক্ষ তুরস্কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও তুরস্কের ভিসা প্রদানকরাসহ ইতিমধ্যে যেকল সেবাসমূহ প্রদান করেছে, তার খরচ নির্দিষ্ট চুক্তি অনুযায়ী আপনাকে আগামী ২৫ জুন ২০২০ সালেরমধ্যে ব্যাংকের মাধ্যমে অথবা আমাদের যেকোন অফিসে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। করোনা মহামারিরকারনে যেসকল সমস্যা বাংলাদেশে বিদ্যমান তার ফলস্বরুপ আপনাকে ২ মাসেরও বেশী সময় দেয়া হয়েছে আপনার কাছে প্রাপ্যটাকা প্রদানের জন্য। আপনি অবগত আছেন যে, চুক্তি অনুযায়ী তুরস্কের শিক্ষার্থী ভিসা প্রদানের ৩ দিন এবং কোন ক্ষেত্রে ১সপ্তাহের মধ্যে সম্পুর্ণ বাকী টাকা পরিশোধ করার জন্য আপনি অঙ্গীকারবদ্ধ।
তাই আপনার শিক্ষার্থী ভিসার কার্যকারিতা ঠিক রাখতে এবং পরবর্তী ধাপে আপনার তুরস্কে ভ্রমন করার প্রয়োজনীয় পদক্ষেপনিতে আমাদের অফিসে ফোনে অথবা সরাসরি যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
এই নোটিশের মাধ্যমে আপনাকে বিনীত অনুরোধ করা যাচ্ছে যে, আপনি এডুলিঙ্ক কর্তৃপক্ষের পাওনা টাকা অতিস্বত্তর পরিশোধকরে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য এডুলিঙ্ক ঢাকা ও সিলেট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।